শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি নাসির উদ্দিন

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জীবনের এই শেষপ্রান্তে এসে তার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান। তার প্রধান লক্ষ্য—জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।” খুলনা যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এ বক্তব্য দেন।

সিইসি আরও বলেন, “দীর্ঘ সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি। তবে এখন যে গুরুদায়িত্ব আমার কাঁধে—তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

এ সময় তিনি ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া চান এবং মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি