হবিগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে নির্বাচনি প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জীবন্ত ঘোড়ার সঙ্গে তোলা তার একটি ছবি ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। ছবিতে দেখা যায়, তিনি একটি জীবন্ত ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন। তবে শেখ সুজাত দাবি করেছেন, এটি পুরনো ছবি; যা তার কোনো সমর্থক ছড়িয়ে দিয়েছেন।
গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচনি প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ৩ মিটারের বেশি হতে পারবে না। পাশাপাশি জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার বা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শেখ সুজাত মিয়া বলেন, ‘‘আমি শখের বশে প্রায়ই ঘোড়ায় আরোহণ করি। অনেক আগে ঘোড়ায় চড়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ধারণা করছি, কোনো সমর্থক কিছু না ভেবে পুরনো ছবিটি ছড়িয়ে দিয়েছেন।’’
এর আগে, প্রতীক বরাদ্দের দিন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ সুজাত নিজেকে ‘এলাকার কিং’ হিসেবে উল্লেখ করেছিলেন, যা বিতর্ক সৃষ্টি করে। পরে ফেসবুক পোস্টে তিনি মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

















