মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জেনে নিন বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৬, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রকিবেদক :

দুনিয়াজুড়ে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়।

সোমবার (২৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ।

ঈদের দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। অপরদিকে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। আর সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

আবু বক্কর সিদ্দিক জানান, ৫টি জামাতের ইমামতি কে কে করবেন, তা ইসলামিক ফাউন্ডেশন ঠিক করবে। এ ছাড়া ৫টি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে ঈদ হতে পারে ১০ বা ১১ এপ্রিল। শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদে বেশ কয়েকদিন বেশি ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত