নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে শুরু হওয়া বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, এবারের অভিযানে সরকার ১৪ লাখ টন চাল ও সাড়ে ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।
খাদ্য উপদেষ্টা জানান, বর্তমানে দেশে খাদ্য মজুদ রয়েছে ১৫ লাখ টন, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।
উপদেষ্টা বলেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। যদি আমন মৌসুমেও বোরোর মতো উৎপাদন হয়, তাহলে চলতি মৌসুমে চাল আমদানির প্রয়োজন পড়বে না।
বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে চলতি মৌসুমে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিভাগীয় কমিশনার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন।
দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় চলমান খাদ্য বান্ধব কর্মসূচি প্রসারিত করার কথাও জানান খাদ্য উপদেষ্টা। এখন প্রতি বছর পাঁচ মাস ৩০ কেজি চাল পাচ্ছেন ৫০ লাখ পরিবার। আগামী অর্থবছর থেকে তা বাড়িয়ে ৬ মাসে ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হবে বলে ঘোষণা দেন তিনি।
এছাড়া নতুন তালিকা প্রণয়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।