রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

খসড়া তালিকায় ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন মোট ভোটার রয়েছে। এতে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬,২০,৯০,১৩৭ জন। নারী ভোটার ৫,৯৬,৮৪,৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

তবে এর আগে ৪ জানুয়ারিতে ইসি কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার ৮৪৯ জন বলে উল্লেখ করা হয়।

সেই তালিকা অনুসারে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

সর্বশেষ - জাতীয়