শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নিবন্ধন পেতে ইসিতে ৫ রাজনৈতিক দলের আবেদন

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১২, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ আবেদনের সময়সীমা রয়েছে। কিন্তু, সে আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত আবেদন করেছে মাত্র পাঁচটি দল। তবে, আলোচনায় থাকা অনেক দল এখনও আবেদন জমা দেয়নি। তাদের মধ্যে কেউ আবার সময় বাড়ানোর জন্য চিঠি দিয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আওয়ামী লিগ, আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট এবং গণতান্ত্রিক নাগরিক শক্তি নামের দলগুলো নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো আবেদন করেনি।

জানা গেছে, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর অঙ্গীকার নিয়ে এনসিপি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। জুলাইয়ের অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত এ দলটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা সম্ভব হয়নি।

এর মধ্যেই ১৮ মার্চ আদালতের একটি আদেশ নিবন্ধনের প্রক্রিয়ায় ছায়া ফেলেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের জন্য ইসির জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়। এরপর থেকেই মূলত নিবন্ধনে আগ্রহ হারায় বেশিরভাগ সম্ভাব্য আবেদনকারী দল।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, ২৫ মার্চ ‘আওয়ামী লিগ’ নামেই একটি দল প্রথম নিবন্ধনের আবেদন করে। এরপর ধীরে ধীরে আরও কয়েকটি দল আবেদন জমা দেয়। তবে কয়েকটি দল আবেদন জমা দিলেও তা এখনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে পৌঁছায়নি বলেও জানা গেছে।

দলের নিবন্ধন আবেদনের সময় বৃদ্ধির ইঙ্গিত দিয়ে কে এম আলী নেওয়াজ বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নির্ধারিত সময়ের মধ্যে না করলে করা যাবে না এমন কোনো বিষয় নাই। আমাদের বিজ্ঞপ্তিটা দেওয়ার কারণ হলো যাতে সবাই জানে যে নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। সময় শেষ হলেও আবেদন করা যাবে।

নির্বাচনি সহায়তা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, হাতে গোনা কয়েকটি আবেদন ছাড়া এখনও পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে আসেনি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯৮টি নিবন্ধন আবেদন জমা পড়েছিল। ২০০৮ সালে দল নিবন্ধন প্রথা চালুর পর থেকে এখন পর্যন্ত ৫৫টি দলকে নিবন্ধন দেওয়া হলেও বর্তমানে বৈধ দল রয়েছে ৫০টি। পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে বিভিন্ন কারণে।

সর্বশেষ - জেলার খবর