নিজস্ব প্রতিবেদক :
পদ্মায় ফেরী ডুবির ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ফেরি ডুবির আসল কারন জানা যাবে।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ঘন কুয়াশার কারনে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।এ ঘটনায় ফেরির সহকারী চালকসহ কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ১০-১২ জন উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজন সাতরে কূলে আসেন। আর ৬ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো:সালাম হোসেন গণমাধ্যমকে জানান, ফেরিতে থাকা যানবাহনে প্রায় ৫০ জনের মতো যাত্রী থাকার কথা স্থানীয়রা জানিয়েছেন। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ঘটনাস্থলে যাচ্ছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।