বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নাজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) অসুস্থ অবস্থায় নাজমুল ও তার স্ত্রীকে ঢাকার পৃথক দুটি হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার বিকেলে নাজমুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তার স্ত্রী নাহিদ বিনতে আলমকে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

মিরপুর মডেল থানা পুলিশ মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই দম্পতি মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় থাকতেন। পুলিশের ধারণা, বুধবার ওই দম্পতি বাসায় অতিরিক্ত মদ্যপান করেছিলেন। তবে ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার বিস্তারিত জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, “পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নাজমুলের স্ত্রী নাহিদ বিনতে আলমকে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।”

একই থানার আরেক এসআই মো. মিজানুর রহমান বলেন, “নাজমুল নামে পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তাকে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “তাদের মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল।”

মৃত্যুর কারণ জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি জানান, তাদের কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

নজমুল-নাহিদ দম্পতির দুই মেয়ে রয়েছে একজনের বয়স ১২ বছর, আরেক জনের বয়স ১৫ বছর।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত