নিজস্ব প্রতিবেদক :
সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ব্যাখ্যা দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনের জন্যই বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতামূলক মনোভাব ভারত আশা করে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এসব কথা বলেন।
এর আগে জরুরি তলবে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীনের দফতরে হাজির হন প্রণয় ভার্মা। পররাষ্ট্র সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা শেষে তিনি বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
প্রণয় কুমার বলেন, সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত।
চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে।
সীমান্তে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এসব ঘটনা নিয়ে প্রণয় ভার্মাকে তলব করা হবে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। এই সময়ে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বাংলাদেশ বিভিন্ন সময় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের অনুপ্রবেশ ও হামলার প্রতিবাদ জানাতে গত ৩ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছিল সরকার।