নিজস্ব প্রতিবেদক :
বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সামনে আরও দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আজ শনিবার সকালে বাংলাদেশ ইনিস্টিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে এ কথা বলেন তিনি।
কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে বলে জানান অর্থ উপদেষ্টা।
বাজার কারসাজি প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করা হবে।
‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে’, জানান ড. সালেহ উদ্দিন আহমেদ।