নিজস্ব প্রতিবেদক :
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার। রাজধানীতে মোট ১৩টি দল এ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
শুক্রবার (১৪ মার্চ) মিরপুরের ১২ নম্বর এলাকার মুসলিমবাজারে অভিযান চালিয়ে চার দোকানে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার।
ভোক্তার সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, বাজারে পণ্য সরবরাহ ঠিক আছে। কোনো কিছুর ঘাটতি নেই। তবে কিছু দোকানে অনিয়ম পেয়ে তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।