নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চলছে।
শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত ভারত করবে, আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করবো। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারতই ফিরিয়ে আনবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও সে দেশেই হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ, কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন- এসব বিষয়গুলোর তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে।