নিজস্ব প্রতিবেদক :
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানে দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না। জনবান্ধব সেবা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। যে কোনো প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে ৭৭তম টিম সভায় তিনি বলেন, অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ই-মিউটেশন সিস্টেমের ফলে ভুয়া দলিল তৈরি ও জালিয়াতির সুযোগ অনেকাংশে কমেছে। মালিকানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হওয়ায় ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ হচ্ছে।
তিনি আরও জানান, ডিজিটাইজেশন টিম নিয়মিত কার্যক্রম পর্যালোচনা করছে। মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে এবং সেবাগ্রহীতার হয়রানি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় জানানো হয়, সরকারি স্বার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার জন্য মন্ত্রণালয়ের নিজস্ব প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদিত হয়েছে। এছাড়া অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট ও জরিমানা কার্যক্রম চলছে।
ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েলও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মতামতের জন্য পাঠানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, সায়মা ইউনুস, মো. এমদাদুল হক চৌধুরী এবং মোহাম্মদ মাহফুজুর রহমান।