বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভূমিসেবা দোরগোড়ায় পৌঁছেছে : সিনিয়র সচিব

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২২, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, একসময় ভূমি অফিস মানেই ছিল দুর্ভোগ ও জটিলতা। এখন তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় ভূমিসেবা সত্যিকার অর্থে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে গেছে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে রাজশাহী বিভাগের চার জেলার কর্মকর্তাদের নিয়ে ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অটোমেটেড ভূমিসেবা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সেবার মানোন্নয়নের প্রতিফলন। এতে দুর্নীতি কমেছে, সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে।

সিনিয়র সচিব আরও বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান সঞ্চালনা করেন এবং অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি