মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মিরপুরে রাসায়নিকের গুদামে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১৬

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৪, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রূপনগরে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আবার সাত জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।

এর আগে আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি রাসায়নিকের গোডাউন (কেমিক্যাল গোডাউন) ছিল বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে।  বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে।

রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত একটি দোতলা টিনশেড ভবনে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়।

‎এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আহত ব্যক্তিরা হলেন সুরুজ (৩০), আল মামুন (৩২) ও সোহেল (৩২)। সুরুজের শরীরে ২ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দুজনেরই ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সার্জন আরও জানান, অন্য দুজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তবে কিছু সময় পর ছেড়ে দেওয়া হবে।

এদিকে রাসায়নিকের গুদামটি কসমিক ফার্মার বলে খবর ছড়িয়ে পড়েছে হয়েছে। এবিষয়ে জানতে চাইলে কসমিক ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনিরুল ইসলাম বলেন, ওই গুদামের সঙ্গে কসমিক ফার্মার কোনো সম্পর্ক নেই। তাদের ভবনের একটি ভবন পরে এটি অবস্থান। সেটি একটি দোতলা টিনশেড ভবন। সেখানে মূলত রাসায়নিকের গুদাম।

এর সঙ্গে পোশাক সংশ্লিষ্ট কিছু সরঞ্জামের গুদামও থাকতে পারে বলে তাঁর ধারণা। তিনি জানান, ওই টিনশেড ভবনের আশপাশে দক্ষিণমুখী ভবনে পোশাক কারখানা আছে।

সর্বশেষ - রাজনীতি