নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক অঙ্গন পরিষ্কার ও টাকার খেলা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
শনিবার (১ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানববন্ধনে তিনি এ কথা জানান।
বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে হবে। এসব জায়গায় যদি পরিবর্তন আনা না যায়, তাহলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছেন, সেই পদ্ধতির সংস্কার করতে হবে। এজন্যই নির্বাচন ব্যবস্থার সংস্কার হবে। যদি নির্বাচনকে স্বচ্ছ করতে হয়, সুন্দর করতে হয়, তাহলে নির্বাচন অঙ্গনকে পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনও যেন দুর্নীতিমুক্ত হয়। এসব সংস্কারের লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে সংগঠন হিসেবে সুজনের বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তায়। এটি কোনো নিবন্ধিত সংগঠন নয় যে তারা এভাবে বিদেশ থেকে কারও টাকা নিতে পারে।