নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে লাখো মানুষের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ জানাজা সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা ও তিন বাহিনীর প্রধান জানাজায় উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে লাখো মানুষের সমাগম হয়েছে এ জানাজায়। খালেদা জিয়ার জানাজায় উপস্থিতি জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ পেরিয়ে চলে গেছে অনেকটা দূর পর্যন্ত।
জানাজার আগে খালেদা জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবন সংক্ষেপে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে তার মা খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। আরো এসেছেন নেপাল ও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী।
খালেদা জিয়াকে অন্তিম বিদায় জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার, ইইউ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কাতারসহ ৩২ দেশের রাষ্ট্রদূত।


















