শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৬, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

কূটনৈতিক প্রতিবেদক :

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন ১০৫ জন বাংলাদেশি। লেবাননে ইসরায়েলের আক্রমণ শুরুর পর এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে বাংলাদেশে ফেরত এসেছেন মোট ৯৬৩ জন।

লেবানন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত আছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১০৫ জনকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফেরত আনা হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি ও কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনবে সরকার।

 

 

 

 

 

সর্বশেষ - জাতীয়