শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর প্রধান উপদেষ্টা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি দখলদার বাহিনী তাদের দোসরদের সহায়তায় পরিকল্পিতভাবে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে। এই নির্মম হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দেওয়া। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, শিল্পী, এবং সাহিত্যিকসহ দুই শতাধিক কৃতী সন্তান।

দেশের স্বাধীনতার লালিত বিজয়ের দুই দিন আগে এই বর্বর হত্যাকাণ্ড ঘটে, যা জাতিকে চিরস্থায়ী শোকের মধ্যে ফেলে। সেই থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে।

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা-নির্ভর, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমেই তাদের আত্মত্যাগকে সার্থক করা সম্ভব।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত