বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শাহবাগ ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৫, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এখনও অনড় রয়েছেন মান্থলি পেমেন্ট ওর্ডারভুক্ত (এমপিও) বেসরকারি শিক্ষকরা। তারা ঘোষণা করেছেন, বুধবারের (১৫ অক্টোবর) মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেওয়া না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে স্কুল-কলেজের পাশাপাশি বৃহস্পতিবার সারাদেশের সব মাদ্রাসার ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ মোড়ে এ ঘোষণা দেন।

এদিকে শাহবাগে শিক্ষকদের অবস্থানের ফলে রাজধানীর একাংশ স্থবির হয়ে পড়ে। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে আজিজী বলেন, বাধ্য হয়ে ব্লকেডে যেতে হয়েছে। পরে গুরুত্ব বিবেচনায় ব্লকেড ছেড়ে দিয়েছি। যতোটুকু দুর্ভোগ হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।

আজিজী জানান, আজকে সচিবালয় থেকে প্রতিনিধিরা এসেছিলেন। গত ১৩ তারিখ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরা ভারপ্রাপ্ত অর্থ সচিবের সঙ্গেও কথা বলেছি, তাদের জানিয়েছি। তারপরও আজ প্রতিনিধি পাঠিয়েছেন। সেসব প্রতিনিধিদের মধ্যে তারা এসেছেন তাদের অনেকেই আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করছেন। তাই আলোচনার নামে তালবাহানা চলবে না। আমরা প্রজ্ঞাপন চাই। যারা এই আন্দোলন বানচাল করতে চায় তাদের উদ্দেশ্য সফল হবে না।

আজিজীর কণ্ঠে ছিলো শিক্ষা উপদেষ্টাকে নিয়ে অভিযোগও। তিনি বলেন, পরিকল্পনা করে শিক্ষা উপদেষ্টা ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন। এ থেকে বোঝা যায়- তার আন্তরিকতায় ঘাটতি রয়েছে।

তিনি জানান, আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে বৃহস্পতিবার সকাল থেকে সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে এক দফা আন্দোলন করা হবে। ধারণা করা যাচ্ছে, বৃহস্পতিবার দাবি আদায় না হলে এটাই হতে পারে নতুন কর্মসূচি।

আজিজী বলেন, তিন দফা দাবি আদায়ে প্রজ্ঞাপন না হলে প্রয়োজনে আমাদের লাশ যাবে। বৃহস্পতিবার থেকে দাখিল টেস্ট পরীক্ষায় সারাদেশে কোনো শিক্ষক দায়িত্ব পালন করবেন না।

এর আগে এদিন দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলো। অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় সরকারের হাত ছিলো না: প্রেস সচিব

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি : সচিব

১৭তম শিক্ষক নিবন্ধনধারী:  সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দোষী সাব্যস্ত হলেই হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার

নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

হবিগঞ্জে রাস্তা ভেঙে ঢুকছে পানি, ভেসেছে ১০ সড়ক

কমলাপুরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল: উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত