নিজস্ব প্রতিবেদক :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং করতে বেরিয়েছে শিক্ষার্থীরা। পরিষ্কার করছে রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। রাজধানীসহ সারা দেশে রাত নামলেই ডাকাত আতঙ্কে ভোগেন মানুষ। তাই রাতভর পাহারাও দিচ্ছে তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব কাজে সম্পৃক্ত হয়ে প্রশংসিত হচ্ছে শিক্ষার্থীরা।
পুলিশবিহীন নিরাপত্তাহীনতা এবং ডাকাতের আতকঙ্ক। কোনো এলাকায় ডাকাত প্রবেশের খবর পেলেই মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। ডাকাতির সংবাদ পেলে এলাকাবাসী ফোন করেন সেনাবাহিনী ও বিজিবিকে। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে ডাকাতিকালে অস্ত্রসহ বেশ কয়েকজনকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।
নরসিংদী প্রতিনিধি জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে প্রায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ ৩ ব্যক্তিকে আটক করে নিরাপত্তার কাজে দায়িত্বরত শিক্ষার্থীরা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা এডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় বিষয়টি সেনা বাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেড ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আটককৃতরা হলন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার হরিয়ালা গ্রামের আবু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববিপারার জুরু মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দূর্গাপুরের নুরু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩৩)। এছাড়া ১৩-১৬৫২ নম্বর সম্বলিত একটি প্রাইভেটকার আটক করা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সড়ক ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাহায্য করছে শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা। তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ খুশি আর সড়কে ফিরেছে শৃঙ্খলা। গত ৪ দিন ধরে উপজেলার সান্তাহার পৌর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানা সামগ্রী নিয়ে সড়ক, স্বাধীনতা স্মৃতিস্থম্ভসহ শহরের নানা সড়কে দীর্ঘক্ষণ ধরে সড়ক পরিষ্কার করছে আর ট্রাফিক ব্যবস্থায় সাহায্য করছে। এখানে রোভার স্কাউটের সদস্যরাও দায়িত্ব পালন করছে। রোভার স্কাউটের সদস্যদের মাঝে আছে আহসান হাবিব তুহিন, রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন, নাইম সিকদার, নিলন, ইমাম, রোকেয়া, জাকিয়া,নাফিজা, প্রেমা প্রমুখ।
এ বিষয়ে রোভার ক্যাপ্টেন পারভেজ হোসেন জানান, সান্তাহারে ট্রাফিক পুলিশ না থাকায় এমনটি হয়েছিল। আমরা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে সাধারন মানুষের ভালবাসায় আমরা মুগ্ধ হয়েছি।
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি জানায়, চাঁদপুরের কচুয়া থানা পাহারা, সড়কে মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা রোধ এব বাজার মনিটরিং নিয়ন্ত্রনে কাজ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা। বৃষ্টি উপেক্ষা করেই কচুয়া থানা পুলিশের নিরাপত্তা ও যানযট নিরসনে দায়িত্ব পালনে রাস্তায় নেমেছে স্কাউট সদস্যরা। ৬ আগস্ট থেকে কচুয়া বাজার, রহিমানগর,পালাখাল ও সাচার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করেন স্কাউট শিক্ষার্থীরা। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও সরকারি-সেবরকারি স্থাপনা পরিষ্কার করেছেন স্কাউট শিক্ষার্থীরা।
কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ,চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট,সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুল স্কাউট গ্রুপের সদস্যরা দায়িত্ব পালন করেন।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানায়, উপজেলা শহরের বাসস্ট্যান্ড মোড়, কাপাসিয়া বাজার, পাবুর মোড়, থানার মোড়, কলেজ রোডসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে ছিলেন বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালানো এবং অটোরিকসা চালকদের সড়কের যেখানে সেখানে দাড়িয়ে না থাকার অনুরোধ করেন।
সকাল থেকেই বাজার মনিটরিংয়ে বেরিয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মুল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব ব্যবসায়ীদের বলে আসেন তারা যেন কোন ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহবান জানান শিক্ষার্থীরা। এসময় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এছাড়াও মাছ, মুরগীসহ অন্যান্য দ্রব্যের ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট পর্যবেক্ষন করা হয়।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানায়, গাজীপুরের শ্রীপুরে বিক্রির সময় গাঁজা বিক্রেতাকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেয়া হয়। পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এলাকায় গাঁজা বিক্রির সময় ১২ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক এনামুল হক (৩৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে।
মাওনা চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ইমরান হাসান জানান, শনিবার (১০ আগস্ট) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিল শিক্ষার্থীরা। এসময় এক ব্যক্তিকে গাঁজা বিক্রি করতে দেখে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর জন্য দৌড় দেয়। পরে শিক্ষার্থীরা তাকে দৌড়ে আটক করে এবং সাথে থাকা ১২পুড়িয়া গাঁজা পলিথিনে মুড়িয়ে গলায় ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে ব্যারিয়ারের সাথে বেঁধে রাখে। এসময় তাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করে জানায়, আগে সে পথে পথে পান সিগারেট বিক্রি করতো। এর মাঝে সে গাঁজা বিক্রিতে জড়িয়ে পড়ে। ঘণ্টা খানেক আটকে রাখার পর তাকে ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
কুমিল্লা সংবাদদাতা জানায়, সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা মাদক কারবারিরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) এবং একই এলাকার বাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩)।
মাদারীপুর সংবাদদাতা জানায়, মাদারীপুরে সেনাবাহিনী ও র্যাবকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছে শিক্ষার্থীরা। সকালে শহরের পুরান বাজারের কাঁচাবাজার থেকে এ কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে যান সেনাবাহিনী, র্যাব ও শিক্ষার্থীরা। তারা কাঁচাবাজার, চালের আড়ৎ ও মাছ বাজার ঘুরে দেখেন। এ সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাড়তি দাম রাখা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। এ সময় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাতসহ সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানায়, দুর্বৃত্তদের হামলা অগ্নিসংযোগে ধ্বংসস্তুপে পরিণত হওয়া মুন্সিগঞ্জ সদর থানা ও পৌরসভা পরিষ্কারের পরিচ্ছন্নতার কার্যক্রম করছে শিক্ষার্থীরা। জেলার সদর থানা পরিষ্কার কার্যক্রম শুরু করে ছাত্ররা। এসময় পুড়ে যাওয়া নথিপত্র সহ থানাকে ধুয়েমুছে পরিষ্কার করে তারা। কাজে অংশনেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা। দেশ পরিচ্ছন্নতা কাজে উৎসাহের সাথে কার্যক্রম করে সকলে।
টাঙ্গাইল সংবাদদাতা জানায়, টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।
শুক্র ও শনিবার দুদিনব্যাপী বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি-যমুনা সেতু বাজার, সিরাজকান্দি বাজার, ল্যাংড়া বাজার ও মাটিকাটা বাজার এলাকায় পানি নিষ্কাশনের সব ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আবু বকর তালুকদার নীরব, এনামুল হক বিজয়, মো. রাব্বি, আলমগীর হোসেন মিলন, জাকারিয়া মাহমুদ, বাবু শেখ, মো. স্বপন, মো. ফরিদুল ও আমির হামজা প্রমুখ।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানায়, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার মনিটার্নিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্রারা। উপজেলার নওয়াপাড়া বাজারের বিভিন্ন জায়গা, কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজার, মুরগীর দোকান মনিটরিং করেছে শিক্ষার্থীরা। অভয়নগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই বাজার মনিটরিংয়ের কাজ করেন। দোকানগুলোতে যেয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয় বিক্রিয়ের রশীদ সহ নানাবিধ বিষয়ে মনিটরিং করেন তারা।
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি জানায়, উপজেলার বিভিন্ন রাস্তার মোড় ও জিরো পয়েন্টের চারিপাশে অবৈধ সিএনজি অটোরিকশা হোন্ডা পার্কিং করা রাস্তা এবং ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। পরে ছাত্ররা ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব পালন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নোংরা আবর্জনা পরিষ্কার করণ ও হাসপাতালের ভিতরে যান চলাচলের শৃঙ্খলার কাজে ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করতে দেখা যায়।