নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. টোটন মিয়া (৩৫), তাঁর স্ত্রী নিপা বেগম (৩০) এবং তাঁদের ছেলে মো. বায়জিদ (৩)। দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ ও শিশু বায়জিদের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।
টোটনের শ্যালক নজরুল ইসলাম ও তাঁর মামা জাকির হোসেন তাঁদের হাসপাতালে নিয়ে আসেন। নজরুল ইসলাম বলেন, ‘ওই বাসায় বেশ কিছুদিন ধরেই গ্যাস লিক হচ্ছিল। ভোররাতে দেশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা তিনজন দগ্ধ হয়।’
দগ্ধ টোটনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী। শুক্রাবাদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি।