নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) শিকাগো বিমানবন্দরের কাছে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা নাদিহা আলী।
যুক্তরাষ্ট্রে জানাজার পর নাদিহা আলী দাফন সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে।
ইউনিক গ্রুপের এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।