ভোলা প্রতিনিধি :
অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, আপনারা জেনে যাবেন কারা কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন।
নির্বাচনের বিশেষ গুরুত্বের কয়েকটি কারণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ হয়েছে ২০০৮ সালে। বর্তমানে বিপুলসংখ্যক জনগণের বয়স ৩০ এর নিচে বা আশপাশে, তারা নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি।
তিনি বলেন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে, প্রত্যেকটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা পায়। আমরা আশা করি, নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা চাই, মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান প্রমুখ।
















