নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরার নিজ বাসায় হেনস্তার শিকার হন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এই ঘটনায় আজ মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে পুলিশ। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা সবাই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়া, যাকে সেনাবাহিনী সোমবার রাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে আরও রয়েছেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম, উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক কাইয়ুম এবং দলের কর্মী মুজাম্মেল হোসেন ঢালী। ভিডিও ফুটেজে দেখা গেছে, মুজাম্মেল হোসেন ঢালী নূরুল হুদাকে জুতা দিয়ে মারছিলেন।
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ‘‘মামলায় নূরুল হুদাকে জুতা দিয়ে মারধর, তাঁর মানহানি এবং বাসায় অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া নূরুল হুদার বাসায় মব তৈরি করা হয়েছিল।’’
রোববার নূরুল হুদার বাসায় ঢুকে একদল লোক তাঁকে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং পুলিশের হাতে তুলে দেয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।