বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

২০ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ড. আলী রীয়াজ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রীয়াজ বলেন, “অনেক বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তীতে তা আর আলোচনায় আসছে না। আমরা দলীয়ভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো—এই দিনটি একটি কার্যকর ও সাফল্যমণ্ডিত আলোচনার মাধ্যমে শেষ করা।”

তিনি আরও বলেন, “আমরা কোন পরিস্থিতি অতিক্রম করে এই পর্যায়ে এসেছি, সেটি যেন আমাদের অনুপ্রেরণা হয়। এমন সুযোগ অবহেলায় হারানো উচিত নয়। আমরা যদি একমতে পৌঁছাতে পারি, সেটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা হয়ে থাকবে।”

সর্বশেষ - রাজনীতি