নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০শে জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
সোমবার (২২ জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্লান্ট পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত লোকসানী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের আয় কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে চিন্তা করতে হবে। আয় বাড়াতে না পাড়লে ব্যয় কমাতে হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটির এমডি জাফর উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।