নিজস্ব প্রতিবেদক :
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার থেকে এই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।
সোমবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।
ফারুকী জানান, আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘১৮ জুলাই আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন সবাই ভেবেছিল যে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, ছাত্রদের ধরে নিয়ে গেল, আন্দোলন শেষ। তখনই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলো। আর ২১ তারিখ হচ্ছে মাদ্রাসা প্রতিরোধ দিবস। এ দুই দিবসের আগে হয়ত আবার অনুষ্ঠান হবে, এই দুই দিনের প্রোগ্রাম ডিটেইলস বলার জন্য।’