রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অপহরণের তিন দিনও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বণিক

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৫, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

অপহরণের তিন দিন অতিবাহিত হতে চলেছে, তবে এখনও উদ্ধার করা যায়নি পটুয়াখালী ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বণিককে। তাকে উদ্ধারে মাঠে তৎপর রয়েছে পুলিশ, নৌ পুলিশ, ডিবি, সিআইডি, র‌্যাবের সদস্যরা।

শিবু বণিক জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টির পাইকারি মুদি ব্যবসায়ী।

এদিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার প্রবীণ এই ব্যবসায়ীকে অপহরণ ও ডাকাতির ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয়, স্বজন ও ব্যবসায়ীরা। পাশাপাশি প্রশাসনকে সময় বেঁধে দিয়ে উদ্ধারের দাবি এবং হরতাল-ধর্মঘটের মতো কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে তার উদ্ধার দাবিতে কালাইয়া বন্দরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা নৌ পুলিশ ফাঁড়ির ভূমিকার সমালোচনা করে তাকে উদ্ধারের জন্য সোমবার সময় বেঁধে দেন। নচেৎ কালাইয়া বন্দরে হরতাল-ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য রাখেন, কালাইয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন, ব্যবসায়ী মণ্টু মিয়া, আব্দুল কালাম মিয়া ও সাংবাদিক অতুল চন্দ্র পাল।

এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ।

এসময় তিনি অপহৃত ব্যবসায়ীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উদ্ধারের আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টির নিজ পাইকারি মুদি দোকানে বসে হিসাব করছিলেন শিবু বণিকসহ কর্মচারীরা। এসময় ৮/১০ জন সশস্ত্র ডাকাত দোকানে ঢুকে অস্ত্রের মুখে দুই কর্মচারী তাপস ও শঙ্করকে বেঁধে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা লুট করে। একই সঙ্গে তারা দোকান মালিক শিবু বণিককে অপহরণ করে। ডাকাত দল দোকানের পেছনের নৌ পুলিশের জেটি ব্যবহার করে ট্রলার যোগে তাকে নিয়ে যায়।

এ ঘটনায় স্ত্রী কৃষ্ণা বণিক বাউফল থানার অভিযোগ দিয়েছেন। ওই রাত থেকেই পুলিশ শিবু বণিককে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি কালাইয়া নৌ পুলিশ, ডিবি, সিআইডি ও র‌্যাব মাঠে কাজ করছে।

ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে কালাইয়া বন্দরে ব্যবসায়ী, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে বন্দরের অধিকাংশ দোকানপাট।

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত