মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগামী নির্বাচনে অন্তত ২০ আলেমকে সংসদে পাঠাতে হবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৯, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ


দিনাজপুর প্রতিনিধি :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, তাদের সেবা দিয়ে থাকে। ২০২৫ সালে যে হজ্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা খুব কম খরচে দুটি প্যাকেট চালু করতে যাচ্ছি।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরি হতে হবে।একেকজন আলেম একেকটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন। আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে অন্তত ২০ জন আলেমকে সংসদে পাঠাতে হবে। তাদের মধ্য হতে যখন ৫/১০জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা পূরণ হবে।

মঙ্গলবার সকালে ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে দিনাজপুর কেন্দ্রে প্রশিক্ষণরত ঈমামদের সাথে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক আলমগীর হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।

এরপর মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তাকে এক দেয়া এক সংবর্ধনা ও হজ্ব ও ওমরা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো। এজন্য আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে।

উপদেষ্টা খালেদ হোসেন বলেন, আমাদের সমাজে যেসব সামর্থ্যবান ব্যক্তি এখনো হজ্জ পালন করেনি বা করতে পারেনি, তাদেরকে হজ্জ পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আর কাজটি করার দায়িত্ব আলেম-ওলামাদেরকেই নিতে হবে।

ক্বওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির ব্যাপারে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে ক্বওমী সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির ব্যবস্থা করার আশ্বাস দেন।

দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের আয়োজনে দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সভাপতি হযরত আল্লাম শামসুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম ও দিনাজপুর পাটোয়ারী বিজনেস হাউস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দিনাজপুর চেম্বারের সদস্য আলহাজ্ব শহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ।

বিকালে স্থানীয় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক রাত মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সর্বশেষ - জাতীয়