বরিশাল প্রতিনিধি :
বরিশালের মেহেন্দিগঞ্জে বালু ব্যবসায়ীদের কাছে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতার সহচর বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (৪ নভেম্বর) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ সরদার বলেন, রোববার (৩ নভেম্বর) বিকেল তিনটায় মোহাম্মদ তুহিন মীর, লিটন মীর, মামুন ফরাজী, পিপলু জমাদার, আকবর আলী, তাজ, মাহমুদুল হাসান, রাজিব, রাসেল, মেহেদী, জুবায়ের সহ ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বালু ব্যবসায়ীদের দোকানে গিয়ে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে বালু ব্যবসায়ী মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের খান ও তার ছেলে সোহানকে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ সময় আব্দুল কাদেরের মেয়ে ইতি আক্তার তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে মারধর করে সাথে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায়। একপর্যায়ে কাদের খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়াটারের নিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাদের চাঁদা না দিলে বালু ব্যবসায়ীদের হত্যা এবং ঘরে আগুন দিবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা।
এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বালু ব্যবসায়ীরা।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।