বরগুনা প্রতিনিধি :
বরগুনায় কুরিয়ার সার্ভিসে ১৮ কেজি চা পাতার সঙ্গে পাঠানো হয়েছে ৮ কেজি গাঁজা। অভিনব কায়দায় পরিবহন করার সময় এমন একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
আটক ওই নারীর নাম মোসা. কাকলী আক্তার (৩১)। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের মো. বেলাল বয়াতির স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ক্রোক স্লুইস এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বস্তার মধ্যে ৬২ প্যাকেজ চা পাতার সঙ্গে ৮ কেজি গাঁজা পায় পুলিশ। পরে গাঁজাসহ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বরগুনার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, এই চালানটি কোথা থেকে এসেছে তার তথ্য আমরা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তবে আমাদের ধারণা- কুমিল্লা বা কক্সবাজার থেকে চালানটি আসতে পারে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।