কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারকালে বাহারছড়া উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ বাহার ছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন তাদের সাগরপথে ট্রলার যোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যে কোনো সময় আমাদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।’
টেকনাফ বাহার ছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।