জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে মানবপাচার চক্রের হাত থেকে ১৭ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় রবিবার ভোরে বিজিবি অভিযান পরিচালনা করে। অভিযানে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে একটি ট্রলারকে ঘিরে ফেলে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা সাঁতরে পালিয়ে যায়।পরবর্তীতে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৭জন পুরুষ, ৪জন নারী, ৬ শিশু জনসহ ১৭জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া লোকজন উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে জানা গেছে ।
আশিকুর রহমান আরো বলেন, উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী চক্রটি তাদেরকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন।মানবপাচার ও মাদকের বিরুদ্ধে অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার হওয়া যাত্রীদের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

















