কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় তিন জনকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি)।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুন গভীর রাতে মিয়ানমার থেকে সাগরপথে মাদকের বড় একটি চালান আসার গোপন সংবাদে বিশেষ অভিযান চালায় বিজিবি।
মঙ্গলবার (১ জুলাই) ভোরে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় মিনারা বেগমের বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবাসহ মিনারা বেগম ও কেফায়েত উল্লাহ নামে দু’জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন —মিনারা বেগম (৩৫) এবং মো. কেফায়েত উল্লাহ (১৯)। তাদের বাড়ি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায়।
একইদিন টেকনাফের খুরেরমুখ এলাকায় আরেকটি অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। ওই ঘটনায় জমিলা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়। তার বাড়ির মুরগির খামারে এসব গাঁজা লুকিয়ে রাখা হয়েছিলো।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।