কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলোর ইলিয়টগঞ্জের দৌলতপুর ও আমিরাবাদ-সাচার সড়কের মহানন্দ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (১৮), জামালপুর জেলার মো. আলী ওরফে সোহেল (৩৫) ও অজ্ঞাত এক নারী।
আহতরা হলেন- উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম (৩০), নাতনি জিয়ানা (১০), আয়শা (৮) ও নাতি তানভীর (৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিডার সড়ক থেকে উঠার সময় সিএনজিকে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক অজ্ঞাত নারী মারা যান। এ ঘটনায় শিশুসহ আরো পাঁচ জন আহত হয়।
অপর দুর্ঘটনায় আমিরাবাদ সাচার সড়কের মহানন্দ এলাকায় আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইট বোঝাই একটি ট্রাক্টরকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুইজন ইট শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিলা বলেন, ‘সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘পৃথক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’