দিনাজপুর প্রতিনিধি :
উত্তরের জেলা দিনাজপুরে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বইছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তীব্র শীত পড়েছে দিনাজপুরে। কুয়াশার কারণে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিলছে না।
আবহাওয়া অফিসের তথ্য মতে, চলতি বছরে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে।
এদিকে শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জনজীবনেও দেখা দিয়েছে দুর্ভোগ।
দেশের অন্যান্য জায়গায় সর্বনিম্ন তাপমাত্রার তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে শনিবার বলা হয়েছে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৭, নীলফামারীর সৈয়দপুরে ৯, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।