মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেবীগঞ্জে ডেন্টাল চেম্বার সিলগালা, ভুয়া প্রেসক্রিপশনের অভিযোগে জরিমানা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৫, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি :

জেলার দেবীগঞ্জে রাফসান মেডিকেল ডেন্টাল কেয়ার নামে একটি ডেন্টাল চিকিৎসকের চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাথে অবৈধভাবে প্রেসক্রিপশন লিখে রোগীর চিকিৎসা প্রদানের দায়ে গোলাম রব্বানী রাব্বি নামে চেম্বারের পল্লী চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে যৌথবাহিনীর এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন। এ সময় সেনাবাহিনীর দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, পুলিশ, সেনা সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেবীগঞ্জ উপজেলার শালডাঙা বাজারের গোলাম রব্বানী রাব্বি তার “রওজা ফার্মেসি” থেকে ওষুধ বিক্রির পাশাপাশি নিয়মিত রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা দিতেন। এছাড়া তিনি একই বাজারে রাফসান ডেন্টাল কেয়ার নামে একটি ডেন্টাল চেম্বারও চালু করেন। অথচ তার চিকিৎসা বা দন্ত চিকিৎসায় কোনো ডিগ্রি নেই।

অভিযুক্ত গোলাম রব্বানী রাব্বি বলেন, ‘আমি চিকিৎসা শাস্ত্রে তিন মাসের এবং দন্ত চিকিৎসায় ছয় মাসের একটি কোর্স করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার অবৈধ ডেন্টাল চেম্বারও সিলগালা করা হয়েছে।’

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত