বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ধান ক্ষেতে দুলছে জাতীয় পতাকা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৭, ২০২৪ ২:০১ অপরাহ্ণ


কুড়িগ্রাম প্রতিনিধি :

দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশের অন্যতম নজির স্থাপন করেছেন স্কুলশিক্ষক মো: আবু জাফর (৩৫)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজস্ব জমিতে ধানের চারা দিয়ে বানানো শস্যচিত্রে ফুটিয়ে তুলেছেন ‘জাতীয় পতাকা’। একটু বাতাস এলেই দোল খায় ধান গাছ, দোল খায় জাতীয় পতাকা। এতে তৈরি হয় মনোরোম দৃশ্য। স্বাধীনতার মাসে এই পতাকা দেখতে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ অনেকে ভিড় করছেন।

মো: আবু জাফর উপজেলার উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষক আবু জাফর চলতি বছরে এক একর ত্রিশ শতাংশ জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে ক্ষেতের প্রায় এক শতাংশ জমিতে ফুটিয়ে তুলেছেন পতাকার শস্যচিত্র। জমির আইলের পাশ দিয়ে বেগুনি ধান গাছের চারা রোপন করে ফুটিয়ে তুলেছেন পতাকার খুঁটি। বিরি-১০৪ জাতের ধানের সবুজ চারা রোপন করে তৈরি করেছেন পতাকার জমিন ও জিঙ্ক সমৃদ্ধ বেগুনি ধানের চারা রোপন করে বৃত্ত তৈরি করেছেন।

এ বিষয়ে আবু জাফর জানান, আমি শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজও করি। দেশের প্রতি ভালোবাসা ও মমত্ব প্রকাশে ধান ক্ষেতে জাতীয় পতাকার চিত্র ফুটিয়ে তুলেছি। স্বাধীনতার মাসে অনেকেই এ পতাকা দেখতে আসছেন।

দর্শনার্থী সাইদ মিয়া বলেন, ধান ক্ষেতে জাতীয় পতাকার আদল ফুটিয়ে তোলার দৃশ্যটি মুগ্ধকর।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ- পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, মো: আবু জাফল দেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে জমিতে জাতীয় পতাকার আদলে যে শস্যচিত্র ফুটিয়ে তুলেছে সত্যিই প্রশংসার দাবিদার।

সর্বশেষ - জাতীয়