শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ


নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদীঘলিয়া গ্রামে ওলিয়ার মোল্যা (৬০) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে তাঁর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ওলিয়ার চরদীঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী আছমা অভিযোগ করেন, পাঁচটি গ্রাম নিয়ে পঞ্চপল্লী নামে একটা সমাজ তৈরি করা হয় এলাকায়। এই সমাজের মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্লার সঙ্গে ওলিয়ার মোল্লার বিরোধ চলছিল। এর জেরে ওলিয়ার মোল্লাকে হত্যা করা হতে পারে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের জন্য মাঠে যাচ্ছিলেন।

ফিরোজ, মফিজ ও রোকন মোল্লাসহ যাদের বিরুদ্ধে ওলিয়ার মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, তাঁরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার বলেন, ওলিয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - জাতীয়