মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নরসিংদীতে নকল সইয়ে টিআর/কাবিখার ৫২ লাখ টাকা তুলে আটক দুই

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে সই নকল করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও) অফিসের সরকারি প্রকল্প টিআর/কাবিখার টাকা আত্মসাতের অভিযোগে প্রজেক্ট কর্মকর্তা ও অফিস সহকারীকে আটক করা হয়েছে। এসময় প্রজেক্ট কর্মকর্তার বাসা থেকে নগদ ৫২ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এই তথ্য জানান জেলার শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

আটকরা হলেন- কার্য সহকারী (প্রজেক্ট) কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও অফিস সহকারী আশিক।

এর আগে সোমবার (৩০ জুন) দিবাগত রাত তিনটার দিকে তুহিনের বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা উদ্ধার করে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হলে ৮১টি ফেরত আসে। বিলগুলো টিআর/কাবিখা প্রকল্পের। হিসাবরক্ষণ জানায়, বিলগুলো তুলে নেওয়া হয়েছে। তখন বিল/ভাউচার দেখে সই নকলের বিষয়টি ধরা পরে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এনএসআই তদন্ত করে তুহিন ও আশিকের সংশ্লিষ্টতা পায়। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরে অভিযানে যায় গোয়েন্দারা। জব্দ করা টাকার উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারায় মঙ্গলবার সকালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

অপরদিকে প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে- তুহিন এবং আউটসোর্সিং পিয়ন আশিক দীর্ঘদিন ধরেই জালিয়াতির মাধ্যমে প্রকল্পের অর্থ উত্তোলনে জড়িত ছিলেন। তদন্তে ব্যাংকের সিসিটিভি ফুটেজ, জাল সইযুক্ত বিল এবং পিয়ন আশিকের স্বীকারোক্তি মিলিয়ে তাদের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ নিশ্চিত হয়।

শিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আলতাফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন ও আশিক সই জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা তোলার কথা শিকার করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হবে। আমরা নগদ টাকাসহ আদালতে সোপর্দের ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত