নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইমরান হোসেন (৩৫) নামের র্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় তারা।
মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ের র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে নিলক্ষার সোনাকান্দী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। পরে তাকে নিয়ে আসার সময় স্থানীয় গ্রামবাসী ও দুর্বৃত্তরা র্যাব সদস্যদের ব্যারিকেড দিয়ে তাদের কাছ থেকে আসামি ইউনুস আলীকে ছিনিয়ে নেয়।
এসময় দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে হাতে ও মাথায় গুরুতর জখম হন র্যাব-১ এর সদস্য কনস্টেবল ইমরান হাসান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, র্যাব সেখানে মাদকবিরোধী অভিযানে গেলে সংঘবদ্ধ মাদক কারবারিদের হাতে র্যাব সদস্য আহতের খবর পেয়েছি, মোট আহতের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি শান্ত আছে, সেখানে র্যাব, পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।