নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকার জয়নাল আবেদীনের ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত রাজ্জাক শরিয়াতপুর জেলার মালকান্দি গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
নিহত রাজ্জাকের ছেলে আকাশ জানায়, চার মাস আগে তার মা মারা যায়। এরপর থেকে তারা বাবা-ছেলে এই ফ্ল্যাটে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফোনে বাবার সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই রাজ্জাকের মোবাইল বন্ধ ছিল। আজ সকালে ফ্ল্যাটের তালা ভেঙে রুমে প্রবেশ করতেই হাত-পা বাঁধা অবস্থায় রাজ্জাকের লাশ খাটের ওপর দেখতে পান আকাশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাত পা বেঁধে ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।