শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নেত্রকোণায় অর্থ অভাবে নবজাতক বিক্রির চেষ্টা।। পরিবারটির পাশে জেলা প্রশাসক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

‎জাহিদ হাসান হাসান,নেত্রকোনা  প্রতিনিধিঃ ‎নেত্রকোণা পৌর শহরের নাগড়া আনন্দ বাজার এলাকার অসহায় দরিদ্র ১ পরিবার অর্থ অভাবের কারণে তাদের নবজাতক জমজ সন্তানকে বিক্রির চেষ্টা করছিল। সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শিশু সুরক্ষা সমাজকর্মীরা বিষয়টি শনাক্ত করে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় উত্থাপন করলে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে নবজাতক ২টি রক্ষা পায়।

২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি অবগত হয়ে সাথে সাথে পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। ওইদিন জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সমাজ সেবার উপপরিচালক কে সঙ্গে নিয়ে পরিবারটির বাড়িতে ছুটে যান।

‎‎পরিবারটির আর্থিক সংকট ও দুর্দশার কথা শোনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেন। পরিবারের ৪ শিশুর মধ্যে অপুষ্টিতে ভুগতে থাকা বড় সন্তানকে ‘শিশু পরিবার (বালক), নেত্রকোণা’-এ লালন পালনের জন্য প্রেরণের পরামর্শ দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান । তিনি নবজাতক জমজ শিশুর জন্য শিশুখাদ্য, পরিবারের জন্য শুকনা খাবার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

‎জানা যায়, জেলা প্রশাসকের আশ্বাসে পরিবারটি নবজাতক বিক্রির সিদ্ধান্ত থেকে সরে  এসেছে। জেলা সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, এই পরিবারটির সার্বিক তত্ত্বাবধান অব্যাহত থাকবে এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসন নিশ্চিত করা হবে।

সর্বশেষ - রাজনীতি