নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় সড়ক দু্র্ঘটনায় মো.আব্দুল মোতালেব (৫০)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার নারায়ণডহর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী পিকআপের চালক আশিকুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বিষয়টি পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের বাসিন্দা। নারায়ণডহর বাজার ইলেকট্রনিক পণ্য মেরামতের কাজ করতেন তিনি। মোতালেব একজন তাবলীগ জামাতের আমীর ছিলেন। আটক পিকআপ চালক আশিকুর রহমান (২৭) জেলা শহরের পারলা এলাকার হেলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নারায়ণডহর বাজারে মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন আব্দুল মোতালেব। নিজের উৎপাদিত গাছের লেবু নিয়ে নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্য বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোণা সদরগামী গ্যাস সিলিন্ডার বোঝাই দ্রুতগতির পিকআপটি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় প্রায় দুইশো গজ দূরে টেনে হেচড়ে নিয়ে যায় মোটরসাইকেলটি। ফলে ঘটনাস্থলেই প্রান হারান মোতালেব।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম অপরাধচিত্রকে জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী পিকআপটি থামিয়ে ও চালক আশিকুরকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চালক ও পিকআপটি থানায় নিয়ে আসে। অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্নের পাশপাশি এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।