ফরিদপুর প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলা সহ-সভাপতি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের ঝিলটুলীতে শ্বশুড়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত কয়েকদিন ধরে ফারুক হোসেন তার ফেসবুক পেইজ থেকে ১৩ নভেম্বর ঢাকা যাওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। গত ৩ নভেম্বর ফারুক হোসেন তার ফেসবুক পেইজে নিজেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে একটি পোস্ট দেন।
এতে তিনি লেখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের অর্ন্তগত সকল থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট দেওয়ার পর তাকে নজরদারি করে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সামছুল আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ফারুক হোসনকে ঝিলটুলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


















