বরিশাল প্রতিনিধি :
বরিশালের একটি বেসরকারি হাসপাতালের স্বাভাবিক প্রক্রিয়ায় একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর বন্দরোস্থ বরিশাল ডায়াবেটিক হাসপাতালে এই পাঁচ সন্তানের জন্ম দেন পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদের স্ত্রী লামিয়া আক্তার (২২)। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।
এ ঘটনায় প্রসূতি পরিবারের আনন্দ বয়ে চলেছে। তবে স্থানীয়রা বিষয়টিকে আশ্চর্যের বলে মন্তব্য করেছেন।
চিকিৎসকরা বলেন, এটি স্বাভাবিক একটি ঘটনা। নিয়মিত পরিচর্যার কারণে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ার ৫ সন্তান প্রসব করেছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম একটি বিরল ঘটনা হলেও পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই অস্ত্রোপচার ছাড়াই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে করা সম্ভব হয়েছে। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। তাদের হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি বলেন, নবজাতকদের পুষ্টির যাতে কোনো ধরনের ঘাটতি না হয় সেই দিকটি পরিবারের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ৫ নবজাতককে সতর্কতার সঙ্গে তাদের পরিচর্যা করতে হবে।
নবজাতকের বাবা সোহেল হাওলাদর বলেন, আমি সব আমার পরিবারের সবাই খুশি। একত্রে ৫ সন্তান বড় করতে একটু কষ্ট হবে জানি। শত কষ্টের পারেও তাদের বড় করা হবে।
স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন। লামিয়ার নিজ এলাকায়ও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।