বরিশাল প্রতিনিধি :
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতীর জনকের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।