গাজীপুর প্রতিনিধি :
সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করেছে একটি ফুড প্রডাক্ট কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা শ্রমিকরা সকাল থেকে গেটের সামনে অবস্থান নেয়। এ সময় বাইরে অবস্থান নেয়া শ্রমিক ও কারখানার ভেতরে অবস্থান নেয়া শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, ভিতর থেকে ছোঁড়া ইটের আঘাতে আন্দোলনরত শ্রমিকদের ২০-২৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।