মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জে মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়।
মঙ্গল ও বুধবার (২৫ ও ২৬ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফিরোজ আলম গোলদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১ম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার ওয়াফ এস্টেট এর সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফয়সাল, বিশিষ্ট সমাজসেবক ও ভাজনা কদমতলা নুরিয়া আলিম মাদ্রাসার প্রভাষক (ইংরেজি) মো. মাহাবুবুর রহমান টুকু। ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামিম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম ফরাজি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও এলাকাবাসী, অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।